Mayapur Iskon: ইসকনের রথ টানা অনুষ্ঠানে মমতা

জগন্নাথ দেবের রথযাত্রা (Rathayatra) । আজ জগন্নাথ নিজের দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে সওয়ার হয়ে যাবেন মাসি বাড়ি। সেখানে ৭ দিন কাটিয়ে তারপর…

জগন্নাথ দেবের রথযাত্রা (Rathayatra) । আজ জগন্নাথ নিজের দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে সওয়ার হয়ে যাবেন মাসি বাড়ি। সেখানে ৭ দিন কাটিয়ে তারপর ফিরবেন। দাদা- বোনকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের এই রথযাত্রা বিশ্ববিখ্যাত।

প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রা পালন করা হয়। রথযাত্রা উৎসবে পুরী সেজে ওঠে। নানান জায়গা থেকে ভক্তগণ এসে ভিড় করেন। তবে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্ব বন্দিত হলেও আমাদের মায়াপুরে ইস্কন মন্দিরের রথযাত্রা প্রসিদ্ধ এবং সেই সঙ্গে রয়েছে নিজস্ব মাহাত্ম্যও।

নদীয়া জেলার মায়াপুরে ইস্কন মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত রথ উৎসব। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে আসেন। লোককথা অনুসারে মায়াপুর ও তার পার্শ্ববর্তী একটি গ্রাম ছিল রাজাপুর। প্রায় ৫০০ বছর আগে এক পুরোহিত স্বপ্ন দেখেন। স্বপ্নটি হল, রাজাপুর থেকে মায়াপুরে প্রস্থান করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপর সেখান থেকে রথে চড়ে ফিরে আসবেন তাঁরা। এই প্রথা অনুযায়ী প্রতিবছর মায়াপুর ও রাজাপুর গ্রামে রথ উৎসব পালিত হয়ে আসছে।

বৃষ্টিকে উপেক্ষা করেই ইস্কনের বিভিন্ন শাখায় উদযাপন হচ্ছে রথযাত্রা। ইস্কন মায়াপুর মন্দিরের ৬ কিমি আগে রাজাপুরে রয়েছে জগন্নাথ মন্দির। সেই মন্দিরে রয়েছে জগন্নাথ। এর পাশে রয়েছে একটি মাঠ এবং সেখানে রয়েছে তিনটি রথ। এখানে বেলা ১২ টার পর প্রস্তুতি শুরু হয়। রথ রওনা দেবে দুপুর দুটোর পর। রথযাত্রার প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।