অবৈধ নেশার সামগ্রী সহ গ্রেফতার দম্পতি

 

ফাঁকা ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল অবৈধ নেশার সামগ্রী তৈরি করার কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ের চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের। জানা গিয়েছে, অবৈধ নেশার ইনজেকশন সহ শিলিগুড়িতে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

   

শিলিগুড়ি পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়া সারদামণি রোডের একটি আপার্টমেন্টে অতর্কিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে এসওজি। ধৃতরা হল সন্দীপ বিশ্বাস, পিংকি সাহা চৌধুরী। স্থানীয়দের অভিযোগ, স্বামী-স্ত্রী মিলে ঐ আপার্টমেন্টে অবৈধ নেশার কারবার চালাচ্ছিল । এরপরেই শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় এসওজি।

পুলিশ সূত্রে খবর, আপার্টমেন্টের চতুর্থ তলে ফ্ল্যাটের ভেতরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ নেশার ইনজেকশন উদ্ধার করে এসওজি ও পুলিশ । ধৃত দম্পতিকে আদালতে তোলা হবে আজকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন