Monday, December 8, 2025
HomeWest BengalNorth BengalCoochbehar: ফের কোচবিহারে চলল গুলি, শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Coochbehar: ফের কোচবিহারে চলল গুলি, শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

- Advertisement -

রণক্ষেত্র শীতলকুচি।  তৃণমূল বিজেপি বচসার জেরে গুলি চলল। দিনহাটার পর এবার শীতলকুচি গরম। সংঘর্ষে জখম একাধিক। পঞ্চায়েত ভোটের আগে বারবার সংঘর্ষ ও রাজনৈতিক খুনের ঘটনায় রক্তাক্ত কোচবিহার (coochbehar) জেলা।

জেলার দিনহাটা রাজনৈতিক সংঘর্ষ ও গুলিতে খুনের ঘটনায় তীব্র উত্তপ্ত। পঞ্চায়েত ভোটের সংঘর্ষ ছড়াচ্ছে জেলার অন্যত্র। শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। গুলি চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়।

   

কোচবিহারে বারবার সংঘর্ষের জেরে কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তীব্র বাকযুদ্ধে জড়াচ্ছেন।

শীতলকুচি টাকালিহাট এলাকায় তৃণমূল বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। এবং সেই বচসা থেকেই অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করে। এরপর দুপক্ষের তরফ থেকেই জমায়েত হয় বহু লোকজন। গোটা পরিস্থিতির রুদ্ররূপ ধারণ করে। এরপরেই চলে একের পর এক গুলি।

অন্যদিকে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ হেনে তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তৃণমূলে এক কর্মীর বাইকে আগুন ধরিয়ে দেয়। ফলে বক্তব্য এবং পাল্টা বক্তব্যে রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছে ওই এলাকা।

বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকা জুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শীতলকুচি এলাকা জুড়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular