Coochbehar: নিশীথের এলাকায় উদয়নের হুঁশিয়ারি,’ছ্যাচরাতে ছ্যাঁচরাতে নিয়ে যাবে’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি, পায়ে দড়ি বেঁধে ছ্যাচরাতে ছ্যাঁচরাতে নিয়ে যাবে।’ কোচবিহারে (coochbehar) রাজনৈতিক সংঘর্ষ…

Nishith Pramanik a robber said Udayan Guha

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি, পায়ে দড়ি বেঁধে ছ্যাচরাতে ছ্যাঁচরাতে নিয়ে যাবে।’ কোচবিহারে (coochbehar) রাজনৈতিক সংঘর্ষ চরমে। এই জেলায় শাসক তৃ়নমূল বনাম বিরোধী বিজেপির সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি। দুই শিবিরের দুই মন্ত্রীর পরস্পরের প্রতি হুঁশিয়ারি চলছে।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ ঘনিষ্ঠ ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান রতন বর্মনকে হুশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ‘ভালো ভাবে ভোট হোক, শান্তিতে ভোট হোক। জনগণ যাকে ভোট দেবে তারা জিতুক।‌ কোনো‌ সমস্যা নেই। কিন্তু গায়ের জোরে যদি ভোটে জেতেন তাহলে দিনহাটা বিডিও অফিসে গিয়ে আপনি শপথ নিতে পারবেন না গত পাঁচ বছরে। আপনার গুরুদেব কেন্দ্রীয় বাহিনী দিয়েও আপনাকে শপথ নেওয়াতে পারবে না। আগেরবার গোরুর মতো পিটিয়ে ছিল। আমি বাঁচিয়ে দিয়েছিলাম। এবারে পায়ে দড়ি বেঁধে ছ্যাচরাতে ছ্যাচরাতে নিয়ে যাবে।’

উদয়ন কটাক্ষ করেন। “বিধানসভা নির্বাচনে আমাকে, আমার গাড়ি আটকানোর চেষ্টা করা হয়েছে।‌ তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার আর পুলিশ দাঁড়িয়ে দেখবে না। যে ঘটনা ঘটাতে আসবে তার পিঠের চামড়া তুলে নেবে পুলিশ। এবারের ভোট কেন্দ্রীয় ভোট নয়, রাজ্যের ভোট, রাজ্যের নির্বাচন কমিশনের ভোট।”

Advertisements

পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের এলাকায় পথসভা করেন উদয়ন গুহ। সেখান থেকেই তিনি বিদায়ী প্রধানের বিরুদ্ধে সুর চড়ান তিনি।