HomeWest BengalNorth BengalCoochbehar: গোপনে সরকারি নথি পাচারের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পরেশ ফের বিতর্কে

Coochbehar: গোপনে সরকারি নথি পাচারের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পরেশ ফের বিতর্কে

বিভিন্ন জেলা থেকে আসছে গভীর রাতে সরকারি অফিসে কাজের খবর

- Advertisement -

নিয়োগ দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর। আদালতের নির্দেশে চাকরি গেছে তাঁর মেয়ের। বিতর্কে জড়িয়ে মন্ত্রীপদ হারিয়েছেন তিনি। এবার তাঁর বিধানসভা এলাকা মেখলিঞ্জেই উঠল সরকারি নথি পাচারের অভিযোগ। অভিযোগ, স্থানীয় খাদ্য নিয়ামক দফতরের সরকারি কিছু নথি সরানো হয়েছে বিধায়ককে নির্দেশে (Coochbehar)

Minister Paresh Adhikari daughter

   

মন্ত্রীত্ব যাওয়ার পর মেখলিঞ্জ থেকেই পরেশ অধিকারী তৃ়ণমূল কংগ্রেস কর্মীদের বার্তা দেন তিনি ২০২৬ পর্যন্ত বিধায়ক আছেন। কোনও চিন্তা করবেন না কেউ। এর পরেই মেখলিগঞ্জ খাদ্য নিয়ামক দফতরে গভীর রাতে আলো জ্বালিয়ে কাজ নিয়ে তীব্র শোরগোল পুরো কোচবিহার জেলায়।

Mamata Banerjee-Paresh Adhikari

অভিযোগের পরও নীরব পরেশ অধিকারী। জেলা বিজেপির তরফে অভিযোগ, বামফ্রন্ট আমলে খাদ্য দফতরের মন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। সেই সময় থেকে দুর্নীতিতে জড়িত।

বাম আমলের পর পরেশ অধিকারী তৃ়ণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন। তাঁকে সিবিআই ফের জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular