HomeWest BengalNorth BengalCoochbehar: তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজিতে কোচবিহার সরগরম

Coochbehar: তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজিতে কোচবিহার সরগরম

- Advertisement -

কোচবিহারে (Coochbehar) তৃণমূল ( TMC) কংগ্রেস বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় সরগরম পরিস্থিতি।ভেটাগুড়ি বাজার লাগোয়া এলাকার ঘটনা। বোমা মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টিএমসি বুথ সভাপতি মনোরঞ্জন বর্মনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। সকাল থেকেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। দিনহাটা-কোচবিহার সড়ক অবরোধ করেছেন তারা।

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, শাসক দলের গোষ্ঠিদ্বন্দ্বের কারণেই এই বোমাবাজি। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আগেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে ভেটাগুড়ি।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular