মদ মাংস বাতিল ঘোষণা উদয়নের! কোচবিহারে তৃণমূল হবে নিরামিশাষী?

এবার মদ মাংসের উপর নয়া ফতোয়া নিয়ে উদয় হলেন উদয়ন গুহ (Udayan Guha)। এমনিতেই কোচবিহার শহরাঞ্চলের একাধিক বুথে খারাপ ফল নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। তারওপর…

Udayan Guha TMC মদ মাংস বাতিল ঘোষণা উদয়নের! কোচবিহারে তৃণমূল হবে নিরামিশাষী?

এবার মদ মাংসের উপর নয়া ফতোয়া নিয়ে উদয় হলেন উদয়ন গুহ (Udayan Guha)। এমনিতেই কোচবিহার শহরাঞ্চলের একাধিক বুথে খারাপ ফল নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। তারওপর বিভিন্ন জায়গা থেকে ঘাস্ফুল শিবিরের একাধিক ছোটো বড় নেতার তোলাবাজি, গা-জোয়ারির অভিযোগ উঠেছে।

আর এবার সেটা নিয়েই এবার রীতিমত ক্ষোভে ফেটে পড়লেন উদয়ন। একেবারে খোলা মঞ্চ থেকে নিজের দলের কর্মী-সমর্থকদের সোজা ভাষায় হুঁশিয়ারি দিলেন কোচবিহারের এই দাপুটে নেতা তথা বিধায়ক।

   

কোচবিহারের সদ্যজয়ী সাংসদ জগদীশ বাসুনিয়ার সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে উদয়নের হুমকি- “লোকেদের থেকে টাকা নেবেন,টাকা তুলে পিকনিক করবেন, ফুর্তি করবেন, মদ-মাংস খাবেন আর তার ভুক্তভুগী হবে দল? আপনার অপকর্মের দুর্নাম পোহাতে হবে আমাদের দলকে ? এসব কেউ করলে, তার এই দল করার দরকার নেই। কোথাও যদি শুনি কারও দোকান বন্ধ করে হুমকি দিয়ে টাকা তুলে মদ-মাংস খাওয়া হচ্ছে, তা হলে তার দল করার কোনও প্রয়োজন নেই। এই লোকসভা ভোটে আমরা জিতলেও কোচবিহার ও দিনহাটা শহরে আমরা কিন্তু হেরেছি। দিনহাটা শহরে হারের জন্য যেমন শহরের কমিটি দায়ী, তেমনই আমি নিজেও দায়ী।”

মমতা ফিরতেই কোচবিহারে ‘খেলা’ শুরু তৃণমূলের! ঘুম উড়েছে বিজেপির

তবে এই হারের জন্য তাঁর মতে সবথেকে বেশি দায়ী কয়েকজন কাউন্সিলর। দলের কিছু কাউন্সিলর নাকি এমন ভাবে ভোট করেছেন, যেন তাদের নিজেদের ওপর কালি না লাগে। তাঁরা তাদের ওয়ার্ডে মানুষের কাছে এমন ভাবমূর্তি তৈরি করেছেন যে তাঁরা জোর করছেন না, হুমকি দিচ্ছেন না।

একেবারে ভাল মানুষ সেজেছেন এই কাউন্সিলররা । আর সেই কারণে ২ হাজার ভোটে হারতে হয়েছে তৃণমূলকে। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, শুধু দেখতে হবে আগামী পুরসভা নির্বাচনে এই যে যারা সাধুর বেশ ধারণ করেছেন তারা কী করে গায়ের জোর না দেখিয়ে ভোটে জেতেন?

এর আগে গ্রামাঞ্চল বনাম শহরাঞ্চলের তুলনা টেনেছিলেন উদয়ন। গ্রামে ভোট বেশি পাওয়ায় এবার তিনি বরাদ্দ করবেন শুধু গ্রামের জন্যই, এমন হুমকিও শোনা গিয়েছে তার মুখে। কিন্তু এবার দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির বিরুদ্ধে যে ভাবে আক্রমন শানালেন উদয়ন তাতে পরিষ্কার যে তিনি মরিয়া হয়ে উঠেছেন।

টনক নড়ল মমতার! সরকারি জমি জবরদখল রোধে এবার কড়া পদক্ষেপ

তার এই মরিয়া মনোভাব ২০২৬ এর বিধানসভার জন্যই বলে মনে করা হচ্ছে। সে জন্যই তার মুখে বারবার শোনা যাচ্ছে বিজেপি-বিহীন দিনহাটার লক্ষ্যের কথা। আর তার জন্য মদ মাংসের মোচ্ছব ছেড়ে, এখন যে একমাত্র কৃচ্ছসাধনেই  ভরসা রাখছেন উদয়ন, তাতে কোনও সন্দেহ নেই।