কোচবিহারের পুর-এলাকায় এগিয়ে বিজেপি। তাই ওই সব এলাকায় (North Bengal) বরাদ্দ বন্ধের অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বললেন, কিছু পেতে হলে কিছু দিতেও হয়। এ নিয়ে জোর বিতর্ক। মালদার ইংরেজবাজার পুরসভাতেও এগিয়ে (North Bengal) বিজেপি। এখানকার ২৫ নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার। তাতে লেখা, কাজ করাতে হলে বিজেপিকে দিয়ে করান। এ নিয়েও তরজা তুঙ্গে।
কোচবিহার। উত্তরবঙ্গের এই একটি লোকসভা কেন্দ্রেই এবার তৃণমূল জিতেছে। ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। কিন্তু শহুরে ভোটে টেক্কা দিয়েছে বিজেপি। দিনাহাটা, মাথাভাঙা এবং কোচবিহার এই তিন পুরসভাতেই তারা এগিয়ে।
এ নিয়েই হুংকার উদয়ন গুহর গলায়। বৃহস্পতিবার মাথাভাঙায় যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন। বলেন, মাথাভাঙা ১ নম্বর ব্লকের জন্য ৪ কোটি টাকা। এবং মাথাভাঙা ২ নম্বর ব্লকের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কিন্তু, শহরাঞ্চলের জন্য টাকা বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন জানান, গ্রামের লোকজনের জন্য কাজ করতে হবে। এদের উপলব্ধিটা হোক। কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। পাঁচ টাকা দিয়ে যদি আমি রসগোল্লা খেতে চাই তাহলে তো হবে না। পাঁচ টাকার জন্য পাঁচ টাকার মিষ্টিই বরাদ্দ।
একই ছবি মালদা দক্ষিণে। এই লোকসভা কেন্দ্রে এবারও জিতেছে কংগ্রেস। মালদা দক্ষিণের মধ্যে পড়ে ইংরেজেবাজার পুরসভা। এই শহুরে এলাকাতেও পিছিয়ে তৃণমূল। ইংরেজেবাজার পুরসভায় ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতে এগিয়ে বিজেপি। ১টি তে কংগ্রেস।
এরপরেই ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পড়েছে পোস্টার। তাতে লেখা, এবার থেকে যা কাজ করানোর তা বিজেপির লোকদের দিয়েই করান।
মুসলিমদের পাশাপাশি মতুয়া ভোটব্যাংকের গুরুত্ব বাড়ছে বঙ্গে