Chopra Attack: চোপড়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন, শিলিগুড়িতে মৃত বাম সমর্থক মনসুর

সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লিখেছেন ‘ছেলেটা শেষ পর্যন্ত মারা গেল ..’। রাজ্যে ফের পঞ্চায়েত ভোটে এসেছে রাজনৈতিক হামলায় মৃত্যুর খবর। গত ১৫ জুন…

Chopra Attack: চোপড়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন, শিলিগুড়িতে মৃত বাম সমর্থক মনসুর

সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লিখেছেন ‘ছেলেটা শেষ পর্যন্ত মারা গেল ..’। রাজ্যে ফের পঞ্চায়েত ভোটে এসেছে রাজনৈতিক হামলায় মৃত্যুর খবর।

গত ১৫ জুন উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম ও কংগ্রেসের যৌথ মনোনয়ন জমার মিছিলে গুলি চালানো হয়। একাধিক জখম হয়েছিলেন।গুলিবিদ্ধ সিপিআইএম সমর্থন মনসুর আলমের চিকিৎসা চলছিল শিলিগুড়িতে। বুধবার তার মৃত্যু হয়েছে। আরও এক গুলিবিদ্ধ বাম সমর্থক চিকিৎসাধীন।

চোপড়ায় গুলি চালানোর ঘটনায় রাজ্য হয় সরগরম। অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নির্দেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা গুলি করেছিল। রাজপথে একাধিক গুলিবিদ্ধ হয়। আহত গুলিবিদ্ধদের কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্যে রাজবাসী শিহরিত হয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।

Advertisements

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লিখেছেন”মাত্র ২১ বছর বয়সে এই যুবকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত। বহু চেষ্টা বহু লড়াইয়ের পরেও তাঁকে বাঁচান গেল না। ইতিহাস সাক্ষী থাকবে চোপড়ায় ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনের রূপ দেয় শাসকদল ও প্রশাসন”।