HomeWest BengalNorth BengalCoochbehar: বিস্ফোরণে শুরু বছর, মাথাভাঙায় জখম শিশু

Coochbehar: বিস্ফোরণে শুরু বছর, মাথাভাঙায় জখম শিশু

- Advertisement -

উত্তপ্ত মাথাভাঙা। বোমা বিস্ফোরণে শিশু জখম। ক্ষোভে ফেটে পড়েছেন মাথাভাঙার কেদারহাটবাসী। এর আগেও কোচবিহারে (coochbehar) এমন ঘটনা ঘটেছে৷ পঞ্চায়েত ভোট যত আসছে তত গ্রামাঞ্চলে বিস্ফোরণ ও বোমা উদ্ধার হচ্ছে। ফের একবার বিস্ফোরণ হলো কোচবিহারে।

মাথাভাঙার কেদারহাটে বল ভেবে খেলতে গিয়েছিল এক পাঁচ বছরের শিশু। তখনই প্রবল বিস্ফোরণ হয়। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে দেখা যায় এক শিশু রক্তাক্ত অবস্থান পড়ে আছে। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

   

জানা গেছে স্থানীয় আলু ক্ষেতে জল দিতে গিয়ে মাঠে পড়ে থাকা বলের মতো দেখতে বস্তুতে লাথি মারে শিশুটি। তখনই সেটা ফেটে যায়। কেদারহাটে এই বোমা বিস্ফোরণের পর পর তৃ়ণমূল কংগ্রেস ও বিজেপি পরস্পরের দিকে বোমা মজুতের অভিযোগ করছে। সিপিআইএমের অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস ছড়ানোর সবরকম প্রস্তুতি চলেছে। গোটা রাজ্যে বোমা শিল্প চলছে।

এদিকে কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। তার বার্তা বোমা বিস্ফোরণে উড়ে গেল বলে বিরোধীদের কটাক্ষ। বছরের প্রথম দিন বিস্ফোরণ দিয়ে শুরু হলো রাজ্যে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular