Cheetah: ছাগলের লোভে এসে খাঁচাবন্দি হতে হল চিতাকে

বন দফতরের পাতা ফাঁদে পা দিল চিতা (Cheetah)। ঘটনাটি ঘটেছে বানারহাটে (Banarhat)। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়ানোর পর ছাগল শিকারের লোভে এসে ফাঁদে পা দিয়ে ফেলে চিতা।

Advertisements

 

Advertisements

বিগত কয়েকদিনে ধরেই বানারহাট থানার বিন্নাগুড়ি আউট পোস্ট এলাকার তেলিপাড়াতে ছাগল চুরির ঘটনা ঘটছিল। এলাকা বাসিদের সন্দেহ ছিল চিতাবাঘের দিকেই। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হলে তাঁরা ছাগলের লোভ দেখায় চিতাটিকে। এরপর বুধবার রাতে আওয়াজ শুনে লাইট ফেলতেই রহস্য ফাঁস। এদিকে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক শ্যাম ওরাও। ইতিমধ্যে চিতাটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে অনারারি ওয়াইল্ড লাইফ। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসি থেকে শুরু করে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে এবং বনদফতরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী।