Panchayat Election: বিজেপি কর্মী খুনে পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত দিনহাটা

পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। মনোনয়নের দিন থেকে শুরু করে নয় দিনে মোট সাত জন খুন হয়েছেন। এবার বিজেপি প্রার্থীর দেওরকে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

জানা গেছে, শনিবার রাতে কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপিপ্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাসকে (২৮) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। পরিবারের দাবি এই ঘটনার পিছনে রয়েছে এক চক্রান্তকারী রাজনীতি। এই খুনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।

   

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা দেহটি উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে শম্ভু দাসের বাবা নরেন দাস জানিয়েছেন, ” গভীর রাতে বেশ কয়েকজন আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। তার পরেই ওরা শম্ভুকে কুপিয়ে খুন করে। আমার বড়ো বৌমা বিজেপি প্রার্থী তাই ভয় দেখানোর জন্য, আমার ছোট ছেলেকে ওরা খুন করেছে”।

অন্য দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, ” এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এবং, যে ব্যক্তি খুন হয়েছে তিনি সরাসরি কোনো রাজনীতি করেন না। তৃণমূলের যদি কোন রাজনৈতিক ফায়দা তুলতে হয় তাহলে তারা কোনো প্রার্থী বা তার স্বামীকে মারবে।

তিনি সুর চড়িয়ে আরও বলেন, এই ঘটনায় বিজেপির তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমার মনে হয় এই খুনের সঙ্গে মহিলা ঘটিত ঘটনা থাকতে পারে”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন