Malda: অনুব্রতর ঘনিষ্ঠ এনামুলের গোডাউনে কী আছে? সিল করল CBI

গোরু পাচার মামলায় তদন্তে সিবিআই (CBI) নজরের প্রথম সারিতেই এনামুল হক। শুক্রবার মালদায় (Malda) অভিযান করে ইংরেজবাজারের কাটাগড়ে এনামূলে গোডাউন সিল করল সিবিআই। ম্যানেজার হাসিবুর…

গোরু পাচার মামলায় তদন্তে সিবিআই (CBI) নজরের প্রথম সারিতেই এনামুল হক। শুক্রবার মালদায় (Malda) অভিযান করে ইংরেজবাজারের কাটাগড়ে এনামূলে গোডাউন সিল করল সিবিআই। ম্যানেজার হাসিবুর শেখকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্রে খবর, হাসিবুরের বাড়ি মুর্শিদাবাদে। তার কাছে গোরু পাচারের বিভিন্ন তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে। গোরু পাচার মামলায় এনামুল আগেই ধৃত। এবার হাসিবুরকে তিহার জেলে নিয়ে গিয়ে জেরা করার জন্য আদালতে বিশেষ আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গোরু পাচার মামলায় শুধু সিবিআই নয় তদন্তে নেমেছে সিআইডি৷ এনামুলের তিন ভাগ্নে সিআইডির নজরে৷ একাধিকবার তলবের পরেও হাজিরা এড়িয়েছে তারা৷

গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল জেলে। অনুব্রতর কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি সিবিআই নজরে৷ বীরভূম জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই।