গোরু ছেড়ে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকার উট পাচারের চেষ্টা

গোরুতে বিপদ আছে এখন। তাই উটেই ভরসা। ভারত থেকে বাংলাদেশে উট পাচার চলছিল। এলাকাবাসীর অভিযোগ, এক্ষেত্রেও বিএসএ ও বাংলাদেশ বর্ডার গার্ডের কয়েকজনকে টাকা দিয়ে পাচারের…

গোরু ছেড়ে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকার উট পাচারের চেষ্টা

গোরুতে বিপদ আছে এখন। তাই উটেই ভরসা। ভারত থেকে বাংলাদেশে উট পাচার চলছিল। এলাকাবাসীর অভিযোগ, এক্ষেত্রেও বিএসএ ও বাংলাদেশ বর্ডার গার্ডের কয়েকজনকে টাকা দিয়ে পাচারের সব কিছু ঠিক করা হয়। তবে সবই গেছে জলে। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বংশীহারিতে ধরা পড়েছে লক্ষ লক্ষ টাকার উট।

তদন্তে উঠে এসেছে, রাজস্থান থেকে উত্তর প্রদেশ, বিহার পেরিয়ে ট্রাকভর্তি উট আনা হয় দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলার লাগোয়া বাংলাদেশের দিনাজপুর বিভাগে উট পাচারের জন্য জড়ো করা হয়।

   

বংশীহারির দৌলতপুরে একটি ট্রাকের মধ্যে উট দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ট্রাকে তল্লাশি চালিয়ে ১১টি উট উদ্ধার করা হয়।

উদ্ধার করা উটের আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। জানা গেছে, উটগুলি এক সপ্তাহ ধর খাবার না পেয়ে দূর্বল হয়েছিল। দুটি উটকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Advertisements