তৃণমূলের এক সময়ের পার্টি অফিসে তীব্র বিস্ফোরণ, উড়ল চাল-দেওয়ালে ফাটল

শঙ্কর দাস, বালুরঘাট : হঠাৎ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল এলাকা। বিস্ফোরণে ভাঙল এক সময়কার এসএফআই ও তৎপরবর্তী টিএমসিপির অফিস ঘর। গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপারা এলাকার এই ঘটনায়…

শঙ্কর দাস, বালুরঘাট : হঠাৎ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল এলাকা। বিস্ফোরণে ভাঙল এক সময়কার এসএফআই ও তৎপরবর্তী টিএমসিপির অফিস ঘর। গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপারা এলাকার এই ঘটনায় আতঙ্ক-চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বম্ব স্কোয়াড সহ পুলিশও। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সূত্রের খবর, বিস্ফোরণ হওয়া ঘরটি একটা সময় সিপিআইএ তৎপরবর্তী তৃণমূলের ছাত্র সংগঠনের কার্যালয় ছিল। বছর কয়েক আগে সেটিকে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায়ী সমিতির লক্ষ্মী ঘর হিসেবে ব্যবহার করে আসছেন।

   

শুক্রবার বেলা ১১টা নাগাদ হঠাৎই তালাবন্ধ ওই ঘরের ভেতর কোনও কিছুর বিস্ফোরণ ঘটে। ভেতর থেকে ধোঁয়া বেরোনোরও পাশাপাশি ঘরটি ভেঙেও যায়। বিস্ফোরণের শব্দে ছুটে আসেন এলাকার মানুষেরা। তাঁরা ঘরের ভেতর আগুন ও ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন।

লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা, তিনটি নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর

খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের অনুমান, বোমা জাতীয় কোনও কিছুর বিস্ফোরণের ফলেই এমন ঘটনা। তালা বন্ধ ঘরে কীভাবে ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।