HomeWest BengalNorth BengalBLA-এর গলায় জুতোর মালা! TMC-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগে তোলপাড় উত্তরবঙ্গ!

BLA-এর গলায় জুতোর মালা! TMC-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগে তোলপাড় উত্তরবঙ্গ!

- Advertisement -

শিলিগুড়ি: ফের বিজেপি BLA-কে হেনস্থার অভিযোগ, ঘটনাস্থল উত্তরবঙ্গ। কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল কর্মীরা জোড় করে গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছে বলে অভিযোগ তুললেন নিবাস দাস নামক এক বিজেপি ব্লক লেভেল এজেন্ট (BLA)। তিনি জানিয়েছেন, SIR নিয়ে বিএলও-এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এনুমারেশন ফর্ম বিলি করার সময় একদল তৃণমূল সমর্থক এসে “আমাকে থাপ্পড় মারতে এবং ধাক্কা দিতে শুরু করে। এরপর, তারা আমার গলায় মালা পরিয়ে দেয়”, বলে অভিযোগ করেছেন নিবাস দাস।

কমিশনের হস্তক্ষেপ দাবী করেছে বিজেপি

   

বিজেপি সূত্রে খবর, ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতা মনোজ ঘোষের দাবী, তৃণমূল স্তরে বিজেপি (BJP) এজেন্টদের হেনস্থা করতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে শাসকদলের কর্মী-সমর্থকরা।

মনোজ ঘোষ বলেন, “গতকাল আমাদের একজন BLA-2 কে ফকিরের কুটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর আজ নিবাস দাসকে মারধর করা হয়েছে এবং জুতার মালা পরানো হয়েছে। তৃণমূল কংগ্রেস এটা করছে কারণ তারা ভয় পাচ্ছে যে SIR-এর কারণে তাদের ভোট ব্যাংক চলে যাবে”।

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল

যদিও, বিএলএ নিবাস দাস ও বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। স্থানীয় তৃণমূল নেতা উকিল বর্মণ বলেন, “এরকম কোনও ঘটনা ঘটেনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এর সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ভুয়ো খবর ছড়াতে ওই বিজেপি কর্মী নিজেই নিজের গলায় জুতোর মালা পরে নিয়েছেন।”

তবে বলা বাহুল্য, ঘটনায় রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এসআইআর শুরুর দ্বিতীয় দিন থেকেই শাসকদলের নানারকম চাপের অভিযোগ উঠে আসছে। এর আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপির রঞ্জিত মল্লিক।

তিনি বলেছিলেন, একজন বিএলও-এর সঙ্গে যাওয়ার সময় তাঁকে আক্রমণ করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। হুগলির খানাকুলে বিজেপি অভিযোগ করেছে যে এনুমারেশন ফর্ম বিতরণের সময় স্থানীয় তৃণমূল নেতাদের পাশাপাশি বিএলও-র হাতেও তৃণমূলের দলীয় পতাকা ছিল। এদিকে, বহরমপুরে ভোটার জরিপে বিএলও-এর সঙ্গে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের বিরুদ্ধে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular