BJP: দুর্ঘটনার কবলে তপনের বিধায়ক বুধরাই টুডু, আঘাত পেয়েছেন বুকে

দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে তপনের বিধায়ক(BJP) বুধরাই টুডু। জানা গিয়েছে, বুধবার দুপুরে হরিরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বংশীহারী থানার…

short-samachar

দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে তপনের বিধায়ক(BJP) বুধরাই টুডু। জানা গিয়েছে, বুধবার দুপুরে হরিরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বংশীহারী থানার বাতাসকুড়ি এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিধায়ক। আহত হয়েছেন গাড়ির চালক তাপস কিস্কু। তাঁদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

   

সূত্রে খবর, হরিরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বাতাসকুড়িতে একটি ভুটভুটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিধায়কের গাড়িটি। এরপরেই পাশের গাছে ধাক্কা মেরে হয় বিপত্তি। ঘটনায় বিধায়ক বুধরাই টুডু ও তার গাড়ির চালক তাপস কিস্কু দু’জনেই জখম হয়েছেন। এমনকি কিছু সময় ধরে জ্ঞান হারান বিধায়ক। 

বেশ কিছু সময়ের জন্য ওই এলাকায় জটলা শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। বেশ কিছু সময় ধরে যান চলাচল বন্ধ থাকার পর আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়। 

এই মুহুর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন বিধায়ক। হাসপাতাল সূত্রে খবর, বুকে আঘাত লেগেছে বিধায়কের। খবর পেয়েই ঘতনাস্থলে উপস্থিত হন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতারাও। এই মুহুর্তে বিধায়কের সিটি স্ক্যান করা হয়েছে। এমনকি চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে।