Coochbehar: ভোট উৎসব! দিনহাটায় মৃত্যুমিছিল, ফের খুন বিজেপি সমর্থক

সকালে কোচবিহারের দিনহাটার কালীরপাট স্কুলে অবাধে চলে গুলি। গুলিবিদ্ধ হয় দুই বিজেপি কর্মী। সকালে তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবার দুই গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মধ্যে একজনের মৃত্যু। কিছুক্ষন আগেই তার মৃত্যু হয়।

ভোট পর্ব চলাকালীন সময় মুহুর্মুহু গুলি চলে কোচবিহারের দিনহাটার কালীরপাট স্কুলে। ঘটনায় দুই বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগেই ওই দুই গুলি বিদ্ধ ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতের নাম চিরঞ্জিত কাজরী

   

এই বিষয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, বারংবার আমরা বলেছিলাম নির্বাচন কমিশন একটা হতকারী সিদ্ধান্ত নিয়েছে। এক দফা নির্বাচন বাংলার গণতন্ত্রের জন্য কতখানি ক্ষতি আজকের দিনে এসে প্রমাণিত। নির্বাচন কমিশন রাজ্য সরকার এজেন্ট হিসেবে কাজ করছে। সকাল থেকে ১৫ টা প্রাণ চলে গেল গোটা দোষ নির্বাচন কমিশনারের।

তিনি রাজ্য সরকারকে নিশানা করে আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার ব্যর্থ। সাধারণ মানুষ ভয়ে ভয়ে ভোট দিতে আসছে। নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছুই নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন