HomeWest BengalNorth BengalKaliyaganj Files: শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি

Kaliyaganj Files: শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি

- Advertisement -

কালিয়াগঞ্জে (Kaliyaganj) পরপর মৃত্যুর ঘটনায় শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি। বনধের ঘোষণা করেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। শিলিগুড়ি মোড়ে অবস্থান চলাকালীন বনধের ঘোষণা করেন তিনি। সাংসদ বলেন, ‘রাজবংশীদের ওপর যেভাবে লাগাতার অত্যাচার, ধর্ষণ, হত্যা, কালিয়াচকে নাবালিকাকে নৃশংস হত্যা, গতকাল রাতে যেভাবে মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে বনধের ডাক দেওয়া হল।’

তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিন শান্তিপূর্ণভাবে আপনারা প্রতিবাদ করছেন। এই বনধে কোনও পিকেটিং হবে না। কোনও গা জোয়ারি হবে না।’ এদিন সকলকে স্বতঃস্ফূর্তভাবে বনধ পালনের জন্য আহ্বান জানান সাংসদ। প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রয়েছে কালিয়াগঞ্জ। মঙ্গলবার সেখানে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এদিকে থানা জ্বালানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

   

গুলিতে বুধবার রাতে রাধিকাপুর অঞ্চলে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে রাধিকাপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে পুলিশ হানা দেয়। সেই সময় তিনি বাড়িতে না থাকায় তাঁর বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার করার চেষ্টা করে পুলিশ। এতে গ্রামবাসীরা পুলিশের পথ আটকায়।

অভিযোগ, বেগতিক বুঝে দুই রাউন্ড গুলি চালায় পুলিশ। শরীরে গুলি লাগায় গুরুতর জখম হন মৃত্যুঞ্জয়। পরবর্তীতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুঞ্জয় বর্মনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সম্প্রতি কালিয়াচকেও নাবালিকার দেহ উদ্ধার হয়। কেউ বা কারা তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করে তার পরিবার। পরপর এমন ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular