Bikash Ranjan: তৃণমূলকে ঠেকাতে বিজেপিতে যোগ দিলেন বিকাশরঞ্জন

বিকাশরঞ্জন (Bikash Ranjan) বিজেপিতে এলেন। তাঁর এই আগমন প্রত্যাশিত বলেই মনে করছে গেরুয়া শিবির। ক্ষোভের আগুনে জ্বলতে জ্বলতে বিকাশরঞ্জনের শিবির বদলানোকে স্বাগত জানান বিজেপি নেত়ৃত্ব।…

Bikash Ranjan Sarkar

বিকাশরঞ্জন (Bikash Ranjan) বিজেপিতে এলেন। তাঁর এই আগমন প্রত্যাশিত বলেই মনে করছে গেরুয়া শিবির। ক্ষোভের আগুনে জ্বলতে জ্বলতে বিকাশরঞ্জনের শিবির বদলানোকে স্বাগত জানান বিজেপি নেত়ৃত্ব।

বিকাশরঞ্জন কেন বিজেপিতে? এর পিছনে রয়েছে দলেরই প্রতি ক্ষোভ। সেই ক্ষোভকে পুঁজি করেই তাঁকে গেরুয়া শিবিরে আসার প্রস্তাব পাঠানো হয়। তিনি গ্রহণ করেন।

রবিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস নেতা বিকাশরঞ্জন সরকার। তবে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হয়েছিলেন তিনি। তারপর থেকে যোগাযোগ রাখছিলেন বিজেপি শিবিরে।

জানা যাচ্ছে, বিকাশরঞ্জনকে বিজেপিতে টেনে আনতে বেশী আগ্রহ দেখান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বিধানসভা ভোটের আগে সিপিআইএম ছেড়ে পদ্ম শিবিরে ভিড়ে রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যকে পরাজিত করেন।

এদিকে বিজেপিতে যোগ দিয়েই বিকাশরঞ্জন সরকার তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তিনি জানান টাকা নিয়ে চাকরি দিচ্ছে তৃণমূলের সরকার। আর এখন সেটাও বন্ধ হয়ে গেছে। তিনি জানান চাকরি না দিয়ে মানুষকে ভিক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।