Breaking: ভাইপোকে নিয়ে কংগ্রেসে যোগ হাফিজ আলী সৈরানির

ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলী সৈরানি এবং তাঁর ভাইপো প্রাক্তন বিধায়ক সুবক্তা ইমরান আলী ওরফে ভিক্টর। ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করে সম্প্রতি কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর ভাইপো।

আজ দুপুর ২ টোয় দুই নেতা প্রদেশ কংগ্রেস অফিসে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গিয়েছে। প্রাক্তন মন্ত্রী হাফিজ আলী সৈরানি ও তার ভাইপো প্রাক্তন বিধায়ক সুবক্তা ইমরান আলী,তাঁরা দু’জনেই কংগ্রেসে যোগ দেবেন।

   

উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকে, বিশেষ গোয়ালপোখরে তাঁদের জনপ্রিয়তা অনেকটাই বেশি। প্রসঙ্গত,‌এর আগে একাধিক সময়ে ভিক্টরকে নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে নিজেদের দলই টানতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব। প্রত্যেকবারই তিনি তা অস্বীকার করেন।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন