Balurghat : চাকরির দাবিতে লাথি মেরে ব্যারিকেড ভাঙল বাম সমর্থকরা

বাম যুব সংগঠনের (DYFI) মিছিল আসছে দেখে মহকুমা শাসকের কার্যালয় ঘিরে নিয়েছিল পুলিশ। পরপর ব্যারিকেড ভেঙে সেই মিছিল ঢুকে গেল অফিসের ভিতরে। পিছু হটল পুলিশ। ধুন্ধুমার কান্ড (Dakshin Dinajpur) দক্ষিণ দিনাজপুরের সদর (Balurghat) বালুরঘাট।

বালু্রঘাটে মহকুমা শাসকের কার্যালয়েে DYFI-এর ডেপুটেশন আক্রমণাত্মক আকার নেয়। বাম যুব সংগঠনের দাবি সমস্ত শূন্যপদ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে এবং রাজ‍্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পাহাড়প্রমাণ দুর্নীতির মূল পান্ডা দু’টিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

   

মিছিল প্রশাসনিক এলাকায় যেতেই পুলিশ বাধা দেয়। তবে মিছিল আটকাতে পারেনি। মহকুমা শাসকের অফিসের সামনে পুলিশ ঘিরে রাখে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন