Bagdogra: নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে না পৌঁছানোয় টেট মিস বাগডোগরার ডলির

পাঁচ বছর পর আজ গোটা রাজ্য জুড়ে হচ্ছে টেট পরীক্ষা। পাঁচ বছরের কঠোর পরিশ্রম ও অপেক্ষা, কয়েক মিনিটের দেরিতে এক নিমিষে শেষ। টেট পরিক্ষা দিতে পারলেন না বাগডোগরার(Bagdogra) ডলি সরকার। টেট পরিক্ষার সিট পড়েছিল শিলিগুড়ির বয়েজ হাই ষ্কুলে। গোসাইপুর থেকে ঠিক সময় রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু রাস্তায় যানযটের কারনে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে অনেক দেরি হয়ে যায় তার। 

Advertisements

অনেক অনুনয় বিনয় করলেও গ্রাহ্য করেননি পরিক্ষার নিরিক্ষকেরা। নিয়ম অনুযায়ী ঠিক এক ঘন্টা আগে ঢুকতে হয় পরীক্ষা রুমে। সেখানে ডলি সরকারের পৌছাতে আরো ২০ মিনিট দেরি হয়ে যায়।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডলি সরকার জানিয়েছেন,’ দুর্ভাগ্য আমার আমি আজকে তৈরী হয়ে এসেও পরিক্ষা দিতে পারলাম না। কিন্তুু যেটা নিয়ম সেটা তো নিয়মই। আমাকে সেটা মেনে নিতেই হবে’। আরও আগেই রওনা হওয়া উচিত ছিল বলেও জানালেন ডলি সরকার। তিনি আরো জানান,’আবার সামনের বছরের জন্য তৈরি হব। যদি ভাগ্য সহায় থাকে চাকরি আমি পাবই জানালেন ডলি সরকার।

Advertisements

পরীক্ষা প্রস্তুতি নিয়েও যানজটের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে দেরি হওয়ার কারণে পরীক্ষায় না বসতে পারায় হতাশ হয়েছেন ডলি সরকারের বাবা মাও। তারা জানিয়েছেন, ‘পরীক্ষায় বসলে তাদের মেয়ে চাকরী পেতই। তবে তারা আশাবাদী তাদের মেয়ে আগামী বছরই টেটে সাফল্যের সাথে উত্তীর্ন হবে’।