Attempted rape: লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তের হাতে কামড়ে দিল নাবালিকা

পেট্রোল-ডিজেলের দাম যেমন প্রতিদিনই নিয়ম করে বেড়ে চলেছে, ঠিক একইভাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন নিয়ম করে আসছে ধর্ষণের (Attempted rape) খবর। কিন্তু প্রশাসনের নেই…

Attempted rape

পেট্রোল-ডিজেলের দাম যেমন প্রতিদিনই নিয়ম করে বেড়ে চলেছে, ঠিক একইভাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন নিয়ম করে আসছে ধর্ষণের (Attempted rape) খবর। কিন্তু প্রশাসনের নেই কোনও হেলদোল। এবার সামনে এল মালদা (Malda) জেলার হবিবপুরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা।

যেখানে বিস্কুটের লোভ দেখিয়ে এক ব্যক্তি ওই নাবালিকাকে টেনে নিয়ে গিয়েছিল এবং ধর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু নিজেকে বাঁচানোর সমস্ত রকম চেষ্টাতেই পালিয়ে এসেছে ওই শিশু। জানা গিয়েছে, বিস্কুটের লোভ দেখিয়ে সে ওই কিশোরীকে কারখানায় ডেকে নিয়ে গিয়েছিল। এরপর সেখানেই ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। আর তখনই ওই কিশোরী নিতাইয়ের হাতে কামড়ে দিয়ে পালিয়ে আসে। এরপর সে গোটা ঘটনা বাড়ির লোকজনকে খুলে বলে।

Advertisements

ইতিমধ্যেই নির্যাতিতার পরিবার ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। যদিও জানা গিয়েছে, অভিযুক্ত পলাতক। নির্যাতিতা জানিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বিস্কুট দেবে বলে দাদু ডেকেছিল। এরপরই নানা কাজ করছিল জোর করে। তখনই দাদুর হাতে কামড় দি। এরপর ঘর থেকে ছুটে পালিয়ে আসি।