উত্তর দিনাজপুর: বিনা নোটিসে ৩ মাস স্কুলে অনুপস্থিত, অথচ মিলছে শিক্ষকের বেতন

বিগত তিন মাস ধরে স্কুলে অনুপস্থিত। তা সত্বেও নিয়ম করে বেতন তুলছেন এক শিক্ষক। এমনই অভিযোগ উঠল ডালখোলা থানার গোয়ালপোখর ২ ব্লকের সূর্যাপুর ২ গ্রাম পঞ্চায়েতের হাসান প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

Goalpokhar 2 Block

বিগত তিন মাস ধরে স্কুলে অনুপস্থিত। তা সত্বেও নিয়ম করে বেতন তুলছেন এক শিক্ষক। এমনই অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের ডালখোলা থানার গোয়ালপোখর ২ ব্লকের সূর্যাপুর ২ গ্রাম পঞ্চায়েতের হাসান প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সহকারী শিক্ষকের নাম ডুকন বিশ্বাস।

মাসের পর মাস স্কুলে না এসে বেতন তুলছে শিক্ষক। তুঘলকি কারবার ডালখোলার স্কুলে।বিদ্যালয় থেকে তার বাড়ির দূরত্ব আনুমানিক তিন কিলমিটার। জুন মাসের হাজিরার খাতায় তাকে অনুপস্থিত দেখা যায়। তারপরেও মাসিক বেতন সহ সরকারি সুবিধে ভোগ করছেন।

এ বিষয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির কুমার বিশ্বাস জানিয়েছেন, জুন মাস থেকে ডুকন বিশ্বাস বিদ্যালয়ে আসছেন না। কোনও রকম ছুটি বা মেডিক্যাল ছাড়াই। এ বিষয়ে বিদ্যালয় পরিদর্শককে তিনি লিখিত ভাবে জানিয়েছেন। এ বিষয় নিয়ে ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

রাজ্য জুড়ে শিক্ষক, শিক্ষিকার অভাবে বন্ধের মুখে বহু স্কুল। অন্যদিকে যোগ্যতা থাকা সত্বেও চাকরি না পেয়ে শহীদ মিনারের পাদদেশে ধর্নায় হবু শিক্ষক, শিক্ষিকারা। গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। মিলছেনা চাকরি। মিলছেনা শিক্ষক। তার মধ্যেই শিক্ষকের এমন কর্মকাণ্ডে রীতিমত হতবাক রাজ্যবাসী।