AAP: কলকাতার পর বাংলাজুড়ে ‘ঝাঁটা’ অভিযানে নামছে আম আদমি পার্টি

বর্তমানে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য ২০২৪। একদিকে যেমন দিল্লির মসনদে লক্ষ্যে গোটা দেশে নিজেদের সংগঠন বিস্তার করতে দ্রুত পা রাখছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেরকমই…

AAP is extending its hand in the district

বর্তমানে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য ২০২৪। একদিকে যেমন দিল্লির মসনদে লক্ষ্যে গোটা দেশে নিজেদের সংগঠন বিস্তার করতে দ্রুত পা রাখছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেরকমই পশ্চিমবঙ্গের নিজেদের মাটি শক্ত করতে ক্রমশ জাল বিস্তার করছে আম আদমি পার্টি ( AAP)। কলকাতার পর এবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাত বাড়াচ্ছে এই দল। সোমবার থেকে মালদার সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে AAP।

বর্তমানে আম আদমি পার্টির একটাই লক্ষ্য, বাংলার দুর্নীতি দমন করতে হবে। তাই ক্রমশ অভিযান চালাচ্ছে তারা। এই সদস্য সংগ্রহের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বাংলা নির্মাণ অভিযান’। এদিন চাঁচল এর তরল তলায় একটি স্টল থেকে সদস্য সংগ্রহের অভিযান করা হয়।

   

প্রসঙ্গত, মার্চ মাসের শেষ সপ্তাহে থেকেই রাজ্যে কোমর বেঁধে নেমে পড়েছে আম আদমি পার্টি। পাঞ্জাব দখলের পর পশ্চিমবঙ্গের জমির শক্ত করতেই কেজরিওয়ালের এই দল ক্রমশ এগিয়ে চলেছে। কলকাতায় সদস্য সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হচ্ছে সদস্য সংগ্রহের কাজ। জানা গিয়েছে, নাম নথিভুক্ত করতে আসা ব্যক্তিদের হাতে পার্টির লিফলেট ও ফ্রম ধরিয়ে দেওয়া হচ্ছে। ফর্মটিকে পূরণ করে পরে সদস্যপদ গ্রহণ করা হবে।

২০২৩ সালে রাজ্যে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ রাজনীতিতে পা দিচ্ছে এই দল। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই কলকাতার পাশাপাশি বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা, হাওড়া, মালদা জেলায় সদস্যপদ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে AAP।