
বড়সড় মাদক চক্রের ছক বানচাল করল শিলিগুড়ির থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ। জানা গিয়েছে, শনিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে শিলিগুড়ির (Siliguri) থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি পুরনিগমের ২৫ নং ওয়ার্ডের মিলনপল্লী এলাকার পিএনটি কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। সেইসঙ্গে দুই মহিলাকেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশের যৌথ দল।
পুলিশ অভিযুক্ত দুই মহিলার নাম শাহানা বেগম এবং ময়না খাতুন । পুলিশ সূত্রে খবর, দু’জনই মাটিগাড়া এলাকার পাকিস্তান বস্তি তথা বিশ্বাস কলোনী এলাকার বাসিন্দা । তদন্ত করে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দুই মহিলা ওই এলাকায় ব্রাউন সুগার পৌঁছাতে এসেছিল । এদিন এসিপি শান্তুনু তালুকদারের উপস্থিতিতে উদ্ধার হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় । সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










