ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে অশনি। সোমবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখনও পর্যন্ত এর অভিমুখ রয়েছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এটি ভারতের পূর্ব উপকূল অনেকটাই দূরে রয়েছে। এর কোনও প্রভাব ভারতের মূল ভূখণ্ডের উপকূলে পড়বে না। আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত একটি বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ২২ মার্চ সকালের দিকে বাংলাদেশ-উত্তর মায়ানমার উপকূলের কাছাকাছি পৌঁছাবে। প্রসঙ্গত, এর আগে বলা হয়েছিল যে ঝড়টি ২৩ মার্চ স্থলভাগের কাছাকাছি আসবে।
এখনও পূর্ণ মাত্রায় নিম্নচাপে পরিণত হয়নি অশনি। ২০ মার্চের মধ্যে এটি নিম্নচাপ এবং ২১ মার্চের মধ্যে এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর তা আন্দামানের উপকূল ঘেঁষে বাংলাদেশ ও মায়ানমারের অভিমুখে রওনা হবে। এর প্রভাবে ভারতের আন্দামানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় প্রবেশ না করলেও ২৩ এবং ২৪ মার্চ, মেঘ এবং পূবালি হাওয়া রাজ্যে আসার সম্ভাবনা। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।