Shatarup Ghosh: বিজেপি জিতলে আর লোকসভা ভোট হবে না: শতরূপ

লোকসভা ভোটের মুখে জমে উঠেছে বাংলার ময়দান। সরগরম রাজ্য রাজনীতি। কে যাবে দিল্লিতে আর কে যাবে না সেই নিয়েই চর্চা এখন সর্বত্র। বিজেপি তৃণমূল তাদের…

shatarup ghosh

লোকসভা ভোটের মুখে জমে উঠেছে বাংলার ময়দান। সরগরম রাজ্য রাজনীতি। কে যাবে দিল্লিতে আর কে যাবে না সেই নিয়েই চর্চা এখন সর্বত্র। বিজেপি তৃণমূল তাদের প্রার্থীদের সমর্থনে বেশ জাঁকজমক এনেছে। পাশাপাশি পিছিয়ে নেই বাম কংগ্রেস। তারা জোট বেঁধে লোকসভা ভোটে লড়াই করতে নেমেছেন। অনেক কম বয়সিকে টিকিট দিয়েছে দল। আইএসএফের সঙ্গে জোত বাঁধার কথা থাকলেও সেই জোট এবার হয়নি। নওসাদ সিদ্দিকি বলছেন শতরূপ (Shatarup Ghosh) সৃজন সঙ্গে থাকলে সংযুক্ত মোর্চার জোট হত।

সৃজন ভট্টাচার্য থেকে দীপ্সিতা ধর অনেকেই বামেদের হয়ে লোকসভা ভোটে লড়ার টিকিট পেয়েছেন। সুজন চক্রবর্তী কিংবা মহম্মদ সেলিম যেমন আছেন তেমনই আছেন নব্য নেতৃত্ব। যদিও বামেদের আরও দুই তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় ও শতরূপ ঘোষকে এবার ভোটে দাঁড় করায়নি দল। যদিও প্রচারের আসরে তাঁরা জাকিয়ে আছেন।

সম্প্রতি ভোটের প্রচারে বেরিয়ে শতরূপ ঘোষ বলেন, ‘এবার বিজেপি জিতলে ভারতে লোকসভা ভোট বলে আর কিছু থাকবে না। ভারত আবার হিটলার মুসোলিনির দেশ হয়ে যাবে। সুতরাং সেতাকে হতে দেওয়া যাবে না। এই প্রশ্নে আমরা বামপন্থীরা কমিটেড। এই প্রশ্নে জাতীয় কংগ্রেসও কমিটেড। এবং এই লড়াই আমারা একসঙ্গে লড়ছি।’

এর আগে কয়েকবার ভোটে দাঁড়িয়ে পারাজিত হয়েছেন শতরূপ। তবু তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। কিছুদিন আগেই এক্তি ঐতিহতবাহী পত্রিকার পক্ষ থেকে আয়োজিত বিতর্কসভায় শতরূপের বক্তৃতা শুনে সবাই আশ্চর্য হয়ে যান। এমনকি পরের বক্তা কুণাল ঘোষকে সমবেত দর্শক আক্রমণ করলে শতরূপের অনুরোধে সবাই শান্ত হয়ে বসেন।