Locket Chatterjee: লোকসভা নির্বাচনে হুগলিতে ফের বিজেপি প্রার্থী লকেট!

হুগলি লোকসভা কেন্দ্রে (Hooghly Lok Sabha Constituency) বিজেপির প্রার্থী বদল হচ্ছে না।  জানিয়ে দিলেন ওই কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। শ্রীরামপুর-বৈদ্যবাটিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে…

locket chattopadhyay

হুগলি লোকসভা কেন্দ্রে (Hooghly Lok Sabha Constituency) বিজেপির প্রার্থী বদল হচ্ছে না।  জানিয়ে দিলেন ওই কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

শ্রীরামপুর-বৈদ্যবাটিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার বিতর্কের মাঝেই বড় ঘোষণা। ফের নিজের কেন্দ্র থেকে লড়াইয়ের বার্তা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে লকেট বললেন, “গতবার(২০১৯) লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জিতেছিলাম। এবারেও বিজেপি জিতবে।” এর পরেই হুগলির বিজেপি সাংসদ বলেন, “দ্বিতীয়বারের জন্য হুগলি লোকসভা কেন্দ্র থেকে নিশ্চয় লড়ব।”

প্রায় ১০ বছর ধরে বিজেপিতে আছেন লকেট চট্টোপাধ্যায়। ২০১৬ সালের বিধানসভা ভোটে লড়াই করে জিততে পারেননি। ২০১৯ সালে হুগলির সাংসদ হন। তারপর ২০২১ সালের বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। জিততে পারেননি। চব্বিশের ভোটেও ফের হুগলি কেন্দ্র থেকেই প্রার্থীর হওয়ার ঘোষণা করলেন লকেট। পাশাপাশি তিনি এও বলেন, “প্রার্থীপদের বিষয়টি আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে।”

Advertisements

লকেট চট্টোপাধ্যায় দাবি করছেন যে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী সব সাংসদ ফের লোকসভা ভোটে জিতবেন। বাংলা থেকে লোকসভার সংসদের সংখ্যা আরও বাড়বে। তাহলে কি ২০১৯ সালের জয়ী সাংসদদের টিকিট দেবে বিজেপি? প্রার্থী তালিকায় খুব একটা বদল আনছে না পদ্ম শিবির? প্রশ্ন থাকছেই।

বিজেপির টিকিটে জয়ী ২ সাংসদ দলবদল করেছেন। ব্যারাকপুরের অর্জুন সিং এখন তৃণমূলে। আসানসোলের বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। তিনি এখন রাজ্যের মন্ত্রী। তাঁদের নামও কি পদ্মের প্রার্থী তালিকায় দেখা যাবে? সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জোর জল্পনা।