NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের জেলা পারিষদ প্রার্থীকে তলব

সোমবার (৩ জুলাই) ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের জেলা পারিষদ প্রার্থীকে তলব করল আনআইএ। জানা গিয়েছে ৫ জুলাই জেলা পরিষদে তৃণমূল প্রার্থী মানব বড়ুয়াকে। পঞ্চায়েতের আগে একাধিক…

সোমবার (৩ জুলাই) ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের জেলা পারিষদ প্রার্থীকে তলব করল আনআইএ। জানা গিয়েছে ৫ জুলাই জেলা পরিষদে তৃণমূল প্রার্থী মানব বড়ুয়াকে।

পঞ্চায়েতের আগে একাধিক তৃণমূল প্রার্থী এনআইএ-র নজরে। আগামী ৮ জুলাই তলব করা হ অয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলাইচরণ মাইতিকে। অপরদিকে আজ জেরা করে হবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য চন্দন বরকে।

   

২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি এবং ২ কর্মীর। মুলত বাড়িতে বাজি তৈরির সময়ই বিস্ফোরণ ঘটে। নিহত তৃণমূল নেতার স্ত্রী পুলিশে এমনটাই দাবি করে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, নিহতের স্ত্রী লতারানি দাবি করেন যে তাঁদের বাড়িতে দীর্ঘদিন ধরেই বাজি বানানো হত এবং সেখানে তাঁর স্বামী রাজকুমার ছাড়াও লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনও সেখানে বাজি বানাতেন। বারবার আপত্তি জানানো সত্বেও স্বামী কথা শোনেননি বলে অভিযোগ।

এরপর একদেন রাতে, বাজি তৈরির সময় কেউ ধূমপান করছিলেন এবং তারই ফুলকি গিয়ে পড়ে বারুদে। এই থেকেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনটাই পুলিশের কাছে দাবি করেন লতারানি।