বিস্ফোরক পাচার তদন্তে NIA, বীরভূমের তৃণমূল নেতার টাকা যেত প্রভাবশালীর কাছে?

বীরভূম (Birbhum) থেকে বিষ্ফোরক গাড়ি পাচার কান্ডে তদন্ত করছে জাতীয় গোয়েন্দা সংস্থা (NIA)। সেই তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুদিন আগে বীরভূমে ইসলাম চৌধুরী নামে…

বীরভূম (Birbhum) থেকে বিষ্ফোরক গাড়ি পাচার কান্ডে তদন্ত করছে জাতীয় গোয়েন্দা সংস্থা (NIA)। সেই তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুদিন আগে বীরভূমে ইসলাম চৌধুরী নামে একজনকে গ্রেফতার করেছে। এই ইসলাম চৌধুরীর বাড়ি থেকে প্রচুর পেমেন্ট স্লিপ, নগদ দেড় লক্ষ টাকা, বেশ কিছু ট্রানস্যাকশন নথি পাওয়া গেছে। পেমেন্ট স্লিপগুলি সন্দেহের চোখে দেখছেন NIA কর্মকর্তারা। ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে। পরশু তাকে গ্রেফতারের পর গতকাল তাকে NIA কোর্টে হাজির করা হয়।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে টাকার বিনিময়ে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, জামুড়িয়া এমনকি ঝাড়খন্ডে বিষ্ফোরক পাচার হত। অবৈধভাবে বিষ্ফোরক পাচারের রুটের সেফ করিডর তৈরি করে দিত এই ইসলাম চৌধুরী। তার বিনিময়ে টাকা নিত। ছত্রিশগড়ের কোডারমা থেকে বিষ্ফোরক আনা হত বলে জানা গেছে জেরায়।

   

কয়েকমাস আগে বিপুল পরিমাণে বিষ্ফোরক উদ্ধার ঘটনায় বীরভূম থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের থেকে জানা যায়, তাদের কাছে বিষ্ফোরক মজুত করার লাইসেন্স আছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তা চাঞ্চল্যকর। এই বিষ্ফোরকগুলি অন্যত্র সরবরাহ হত। যাদের কাছে বিষ্ফোরক নেই তাদের কাছে সরবরাহ করত এই বিষ্ফোরকগুলি।

পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষের সন্ধান পায় NIA, মনোজ ঘোষের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিষ্ফোরক উদ্ধার করা হয় । NIA এই ঘটনার তদন্ত করছে, খতিয়ে দেখছে পুরো ঘটনা। এই টাকা বীরভূমের কোনো নেতার কাছে গেছে কিনা বা অন্য সংগঠনের কাছে গেছে কিনা তা খতিয়ে দেখছে NIA আধিকারিকরা।