খেজুরি বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল নেতা অখিল গিরিকে নোটিশ NIA-র

অস্বস্তি বাড়ল তৃণমূলের, খেজুরি বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের শাসক দলের নেতা অখিল গিরিকে নোটিশ দিল এনআইএ। জানা গিয়েছে, আগামী ৩ মার্চ কলকাতায় এনআইএ দফতরে হাজিরা দেবেন…

খেজুরি বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল নেতা অখিল গিরিকে নোটিশ NIA-র

অস্বস্তি বাড়ল তৃণমূলের, খেজুরি বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের শাসক দলের নেতা অখিল গিরিকে নোটিশ দিল এনআইএ। জানা গিয়েছে, আগামী ৩ মার্চ কলকাতায় এনআইএ দফতরে হাজিরা দেবেন অখিল গিরি। এছাড়াও কাঁথির একাধিক দাপুটে তৃণমূল নেতাকেও এনআইএ নোটিস দিতে চলেছে বলে খবর।

সূত্র মারফত খবর, শুধু অখিল গিরিই নন, তরুণ জানা, উত্তম বারিকও এনআইএ-এর নোটিস পেতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও তরফ থেকে এখনও অবধি এই বিষয়ে কিছু শোনা যায়নি। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি খেজুরিতে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের ভাঙনমারি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ সেইসময় তৃণমূলের তরফে বলা হয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটেছে। বিরোধীরা অভিযোগ করেন, বোমা বাঁধা সময়েই তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়।

   
খেজুরি বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল নেতা অখিল গিরিকে নোটিশ NIA-র
অখিল গিরি

বিরোধীদের তরফে এই বিষয়টির ওপর জোর দেওয়া হতে থাকে। ঘটনার দিনই বিস্ফোরণে মৃত্যু হয় অনুপ দাস নামে এক জনের। এছাড়া বিস্ফোরণের আগুনে ঝলসে যান তিন জন। আশঙ্কা জনক অবস্থায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় কঙ্কন রায় নামে আরও এক জনের। ঘটনাটিকে ইস্যু করে সরব হন রাজ্যের বিরোধী দলনেতাও। বোমা বাঁধতে গিয়েই মৃত্যু-এই তত্ত্ব জোরাল হতে থাকে।

ঘটনায় একাধিক দাপুটে তৃণমূল নেতা জড়িত থাকার সম্ভাবনা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। একাধিক সভা থেকেও তাঁদের নাম নিয়ে সোচ্চার হন। ঘটনায় প্রথম থেকেই এনআইএ তদন্তের দাবি তোলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বিভিন্ন সময়ে যে সব তৃণমূল নেতাদের নামে সোচ্চার হয়েছেন, ঘটনা চক্রে তাঁদেরকেই নোটিশ পাঠিয়েছে এনআইএ। এক্ষেত্রে কাঁথির পুরনির্বাচনের পর পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে তৃণমূলের বিরদ্ধে ভোট লুঠ, ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ছিলেন শুভেন্দু অধিকারী। অখিল গিরির বিরুদ্ধে সোচ্চার হয়ে ছিলেন। তার পরই তাঁর কাছে এনআইএ-এর নোটিস আসায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও অখিল গিরির তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisements