ইডির পর এবার এনআইএ (NIA), ফের একবার বঙ্গে আক্রান্ত হল কেন্দ্রীয় এজেন্সি। মূলত সন্দেশখালির ছায়া পড়ল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলেন এনআইএ আধিকারিকরা।
সূত্রের খবর, ভূপতিনগরে বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হলেন এনআইএ আধিকারিকরা। NIA আধিকারিকদের দাবি অনুযায়ী, অভিযুক্তদের খোঁজ করার সময়ে বিক্ষোভের মুখে পরেন তাঁরা। অভিযোগ, এনআইএ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়েছে। গাড়ির কাঁচ ভেঙ্গে গিয়েছে বলে দাবি এনআইএ-র। লোকসভা ভোটের আবহে একদিকে যখন বাংলার আবহাওয়া তপ্ত তখন নতুন করে বঙ্গে এসে আক্রান্ত হতে হল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের।
উল্লেখ্য, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে বলাই মাইতিকে সমন পাঠিয়েছিল এনআইএ। যদিও হাজিরা না দেওয়ায় ভোররাতে অভিযান চালায় এনআইএ। জানা যায়, এনআইএ অভিযান চালিয়ে বলাই মাইতিকে আটক করেছে।