Sandeshkhali: বিজেপিকে বিপাকে ফেলতে প্রকাশ্যে গঙ্গাধরের নতুন ভিডিও

New Video Released in Sandeshkhali to Embarrass BJP's Gangadhar Kayal

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ফের প্রকাশ্যে নতুন ভিডিও। আবারও স্টিং অপারেশন। আবারও গঙ্গাধর কয়াল। আবারও আন্দোলনের নামে মিথ্যাচারের দাবি। এবারও গঙ্গাধরের গলায় শুভেন্দু অধিকারীর কথা।

Advertisements

২ সপ্তাহ পর ফের সক্রিয় ইউটিউব চ্যানেল উইলিয়ামস। আবারও ফাঁস সন্দেশখালির স্টিং অপারেশন। এবার গঙ্গাধর কয়ালের গলায় স্পষ্ট আন্দোলনের নামে টাকা দেওয়ার প্রসঙ্গ। ভিডিওয় তিনি দাবি করছেন, ৭২ জন মহিলাকে টাকা দেওয়া হয়েছিল। যারা টাকা নিয়ে আন্দোলন করেছিলেন।  অর্থাৎ টাকার বিনিময়েই মিথ্যা অভিযোগ করা হয়েছিল।

প্রথম ভিডিওতে রেখা পাত্র এবং আরও দুই মহিলার নাম শোনা গিয়েছিল গঙ্গাধরের গলায়। এবার সেই তালিকা আরও দীর্ঘ। অনেকের নাম। অনেক আলোচনা। ভিডিওর সত্যতা যাচাই করেনি kolkata24x7.

Advertisements

।বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের প্রথম ভিডিও প্রকাশের পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। সন্দেশখালির পাশা বদলে যায়। বিজেপিকে বিঁধতে আসরে নামে তৃণমূল। পালটা ভিডিওয় কারচুপির অভিযোগ তোলে বিজেপি। সিবিআইয়ের কাছে অভিযোগ জানান গঙ্গাধর কয়াল। কলকাতা হাইকোর্টে মামলাও করেন।