যোগ্যদের চাকরি কাড়তে দেব না, চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বার্তা মমতার

কলকাতা: নেতাজি ইন্ডোরে আরও একবার চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বললেন, ‘‘সুপ্রিম কোর্টের রায় শোনার পর আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে। লাল, নীল,…

Netaji Indoor Stadium SSC meeting

কলকাতা: নেতাজি ইন্ডোরে আরও একবার চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বললেন, ‘‘সুপ্রিম কোর্টের রায় শোনার পর আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে। লাল, নীল, গেরুয়া কোনও রঙ দেখব না। আমাকে জেলে ভরলে ভরুক। যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায়, আমরা শুধু সেটাই চাই।’’ Netaji Indoor Stadium SSC meeting

বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কাড়তে দেব না Netaji Indoor Stadium SSC meeting

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘‘আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কাড়তে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে।’’ 

   

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘‘কারও চাকরি যাবে না। রাজ্য সরকার সবার আগে সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চাইবে। নেতিবাচক উত্তর এলে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে। তাঁর কথায়, ‘‘আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না।’’ আপাতত সকলকে স্বেচ্ছায় কাজ করার কথাও জানান মুখ্যমন্ত্রী৷ তিনি জানতে চান চাকরিহারারে বরখাস্তের নোটিস পেয়েছেন কিনা? তা না হলে স্কুলে যান৷ 

Advertisements

আদালতের কাছে এই রায়ের ব্যাখ্যা চাইব Netaji Indoor Stadium SSC meeting

মুখ্যমন্ত্রী সাফ বলেন, ‘‘আদালতের কাছে আমরা এই রায়ের ব্যাখ্যা চাইব। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতেই হবে, যাঁরা স্কুলে পড়াতেন, তাঁদের জন্য আদালত কী ভেবে রেখেছে? স্কুলগুলি কে চালাবেন? বাকি কাজগুলোই বা কী করে হবে? কাউকে না খেতে দিয়ে মারার অধিকার তো কারও নেই।’’ মমতা বলেন, ‘‘চাকরি দিতে পারবেন না ঠিক আছে৷ কিন্তু চাকরি কেড়ে নেবেন না৷  শিক্ষা দফতর যা করার করবে।’’

West Bengal: CM Mamata Banerjee stands with SSC job seekers at Netaji Indoor Stadium, challenging the Supreme Court verdict. She vows to protect deserving candidates’ jobs, condemning alleged conspiracies to disrupt the education system in Bengal.