‘প্লেন দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়নি’, ফের বিতর্ক উস্কে দিলেন Madan Mitra

গত কয়েকদিনে মদন মিত্র নামটার সঙ্গে বিতর্ক শব্দটি আষ্ঠেপৃষ্টে জড়িয়ে পড়েছে। নেতাজীর জন্মদিনে এক নয়া বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। Advertisements রবিবার নেতাজীর ১২৫ জন্মবার্ষিকী…

গত কয়েকদিনে মদন মিত্র নামটার সঙ্গে বিতর্ক শব্দটি আষ্ঠেপৃষ্টে জড়িয়ে পড়েছে। নেতাজীর জন্মদিনে এক নয়া বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Advertisements

রবিবার নেতাজীর ১২৫ জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সবাই ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র সহ অনেকেই। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কামারহাটির‌ বিধায়ক বলেন, ১৯৪৫ সালে প্লেন দুর্ঘটনায় নেতাজীর মৃত্যুর গল্প একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

   

তিনি দাবি করেন, ১৯৫০ সালে রাশিয়ার জেলে একজন বন্দীর নাম নথিভুক্ত আছে যার নাম সুভাষচন্দ্র বোস। তাঁর কথায়, যার দেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার কথা শেষকালে তিনিই জেলে পচলেন। মদনের এই মন্তব্যের পরই ঘোর বিতর্ক শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠানে তিনি কটাক্ষ করে বিজেপিকে করোনার সাথে তুলনা করেন। এমএম বলেন, ‘বিজেপি পজিটিভ’।