NBSTC: দুর্গাপুজোর আগে মাথায় বজ্রাঘাত! বেতন কমানোর নোটিশ

দুর্গাপুজোর আগে মাথায় বজ্রাঘাত! বেতন কমানোর নোটিশে বড় ধাক্কা পরিবহণ দফতরের অস্থায়ী কর্মীদের। সমস্যার মুখে তারা। অভিযোগ উঠেছে যে পরিবহণ দফতরের অস্থায়ী কর্মীদের বেতন দু’হাজার টাকা কমানো হয়েছে। এর জেরেই সমস্যায়ে অস্থায়ী কর্মীরা। বেতন কমানোর নোটিশের প্রতিবাদে নেমেছে বাম শ্রমিক সংগঠম CITU অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়েজ ইউনিয়ন আন্দোলন (NBSTC)। নোটিশ জারির পর থেকেই দিকে দিকে অস্থায়ী কর্মীদের তীব্র প্রতিবাদ, বিক্ষোভ, ধর্না শুরু হয়েছে।

বেতন কমানোর নির্দেশিকার পর সংস্থার। শিলিগুড়িতে ডিপোয় ডিপোয় এনবিএসটিসির অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, ধর্না। বেতন কমানো নিয়ে বিশাল ক্ষোভ কর্মীদের মধ্যে। প্রতিবাদ এবং ধর্নায় কর্মীরা। চার বছর আগে সরকারী নির্দেশে ২ হাজার টাকা মাইনে বেড়েছিল NBSTC অস্থায়ী কর্মীদের। তারপরে এই ২ বছরের বর্ধিত মাইনের কমানোর নির্দেশিকা। আন্দোলনকারীরে এই নির্দেশিকাকে ‘এ যেন তালিবানি ফরমান’ বলে আক্ষ্যা দিয়েছেন। এই মর্মে তারা পোস্টারও দিয়েছেন যাতে রয়েছে স্লোগানও।

   

২০১৯ সালে নির্দেশিকা এসেছিল যে ২০২১ থেকে বাড়তি ২ হাজার টাকা করে অস্থায়ী কর্মীরা পাচ্ছিলেন। এবার নতুন করে নির্দেশ এসেছে যাতে বলা হয়েছে যে আগের নির্দেশিকায় ভুল ছিল। ২ হাজার টাকা করে ২০২১ সাল থেকে যারা বেতন পেলেন এই সকল মাস, সেই টাকা কেটে নেওয়া হবে। একই সঙ্গে আগামীতে যারা বেতন পাবেন তাতে পুরোন যে বেতনক্রম, সেই বেতনক্রমে বেতন পাবেন। এদিন সকাল থেকে চলতি বছরে ফের বেতন কমার নির্দেশিকার প্রতিবাদে শিলিগুড়ির সিটুর কর্মী সংগঠন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন