মুসলিমদের ভোটে তৃণমূল জয়ী হলেও অঘোষিত বিজেপির সরকার: নওশাদ সিদ্দিকি

Naushad Siddiqui

তৃণমূল ও বিজেপির সেটিং তুলে ধরে রাজ্যের সংখ্যালঘু ভোটারদের সতর্ক করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। তিনি বলেছেন রাজ্যে অঘোষিত বিজেপি সরকার চলছে। আইএসঅফ নেতা নওশাদ সিদ্দিকি গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চার হয়ে একমাত্র বিধায়ক নির্বাচিত হন। তার নির্বাচনী কেন্দ্র ভাঙড় তৃণমূল বনাম আইএসএফের সংঘর্ষের জেরে রাজ্যের অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে চিহ্নিত।

Advertisements

নওশাদ সিদ্দিকি বলেছেন, গত কয়েকদিন আগে রায়গঞ্জে (উত্তর দিনাজাপুর জেলা) রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপরে হামলা হয়। এই যে মব লিঞ্চিং এটা কেন বন্ধ হচ্ছে না।

তিনি বলেন, ২০২১ সালে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কী দেখছি? তৃণমূল কংগ্রেস সরকার পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে।

Advertisements

নওশাদ সিদ্দিকি আর ভাঙড় থেকে জয়ী হতে পারবেন না বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। তবে ভাঙড়ে তৃণমূল প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত। আবার মুসলিম ভোটারদের সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় আইএসএফের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়।