দিল্লি থেকে বঙ্গ বিজেপিকে ‘কড়া’ বার্তা মোদীর

লোকসভা ভোটের পরে এই প্রথম বাংলার নবনির্বাচিত সাংসদদের বার্তা দিলেন মোদী (Narendra Modi)। প্রসঙ্গত বাংলায় আশানুরূপ ফল হয়নি বঙ্গ বিজেপির। উপরন্তু দিল্লির প্রথম সারির নেতৃত্বরা…

narednra modi

লোকসভা ভোটের পরে এই প্রথম বাংলার নবনির্বাচিত সাংসদদের বার্তা দিলেন মোদী (Narendra Modi)। প্রসঙ্গত বাংলায় আশানুরূপ ফল হয়নি বঙ্গ বিজেপির। উপরন্তু দিল্লির প্রথম সারির নেতৃত্বরা নিত্যযাত্রী হয়ে বাংলায় এসেও খুব একটা সুবিধে করে উঠতে পারেননি। এই অবস্থায় সামনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যকেই পাখির চোখ করছে বিজেপি।

রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে দুর্ঘটনার পর বরখাস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার, এলাকায় নামল বুলডোজার

   

নরেন্দ্র মোদী দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন যে বাংলার উন্নয়নের জন্য কী করা যায়, তা জানাতে হবে। এছাড়া নিজেদের এলাকার কী কী উন্নয়ন করা যেতে পারে, সাংসদদের সেই পরিকল্পনা জানাতে হবে প্রধানমন্ত্রীর দফতরে। আরও জানা গিয়েছে যে নরেন্দ্র মোদী সাংসদদের বার্তা দিয়েছেন, যাতে মানুষের মধ্যে বিশ্বাস আসে সেই পদক্ষেপ করতে হবে। তিনি মনে করেন, মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে পারবে একমাত্র বিজেপিই। মোদী বার্তা দিয়েছেন, বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।

শুনশান টালিগঞ্জের স্টুডিওপাড়া, বন্ধ সিনেমা এবং সিরিয়ালের শুটিং, কবে কাটবে অচলাবস্থা ?

বাংলা থেকে জয়ী ১২ জন সাংসদ প্রধানমন্ত্রীর এই বার্তা পাওয়ার পরেই আগামীর লক্ষ্যে অগ্রসর হয়ে কাজ করবে বলে জানিয়েছেন। সোমবার দিল্লি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, জয়ন্ত রায়রা। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন মোদি। বাংলায় তৃণমূল সরকারের ‘অত্যাচার’ নিয়ে নালিশ জানান তাঁরা। কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন। উনিশের তুলনায় আসন সংখ্যা কমে যাওয়া, কয়েকজন সাংসদ পরাজিত হওয়া নিয়ে কারও প্রতি কোনও অসন্তোষ প্রকাশ করেননি তিনি। উলটে সকলকে পরবর্তী লড়াইয়ে অনুপ্রাণিত করেছেন। কীভাবে আগামিদিনে বাংলার ক্ষমতায় আসা যাবে, তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।