দলে বিক্ষোভ সামাল দিকে নন্দীগ্রামে ব্লক সভাপতিকে ছাঁটল তৃণমূল

পঞ্চায়েত নির্বাচন মিটতেই সরানো হল নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের দায়িত্বে থাকা অরুণাভ ভুঁইঞাকে। জানা গিয়েছে তাঁর জায়গায় আনা হবে নাড়ুগোপাল জানাকে। এই ব্লকে এর…

tmc

পঞ্চায়েত নির্বাচন মিটতেই সরানো হল নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের দায়িত্বে থাকা অরুণাভ ভুঁইঞাকে। জানা গিয়েছে তাঁর জায়গায় আনা হবে নাড়ুগোপাল জানাকে। এই ব্লকে এর আগে তিনি অঞ্চল কমিটির দায়িত্বে ছিলেন। এমনটাই জানিয়েছেন জেলা সভাপতি সৌমেন মহাপাত্র।

তৃণমূলের তরফ থেকে গত সেপ্টেম্বরে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হিসেবে বাপ্পাদিত্য গর্গ ও ২ নম্বর ব্লকের সভাপতি হিসেবে অরুণাভ ভুঁইঞাকে মনোনীত করা হয়। অরুণাভ ভুঁইঞা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের বিরুদ্ধের লবি বলেই মনে করা হয়।

অরুণাভ ভুঁইঞার নাম ঘোষণা হতেই ক্ষোভ বাড়ে নন্দীগ্রামের তৃণমূলের একাংশের মধ্যে। এমনকি ক্ষুব্ধ হয়েছিলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও। তাঁরা এই সকল ক্ষুব্ধরা অভিযোগ করেন যে অরুণাভ ভুঁইঞাকে ব্লক সভাপতি করার আগে তাঁদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। প্রতিবাদে তাঁরা এক সপ্তাহের মধ্যে সভাপতি বদলের দাবি জানান। তবে তা কার্যকর হয়নি বলেই অভিযোগ করেছেন তারা। তবে ১০ মাসের মধ্যেই বদলে ফেলা হল সেই ২ নম্বর ব্লকের সভাপতিকে। এরপর উঠতে শুরু করেছে রাজনৈতিক প্রশ্ন। মনে করা হচ্ছে এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের খারাপ ফলের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।