Purba Medinipur: গণনার দিন শুভেন্দু সরব টুইটে, নন্দীগ্রামে বিজেপি দাপট

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বোঝার আগেই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক তরজা ৷ গণনার শুরু থেকেই রাজনৈতিক নেতাদের তরজায় সরগরম পশ্চিমবঙ্গ।মঙ্গলবার সকালেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা…

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বোঝার আগেই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক তরজা ৷ গণনার শুরু থেকেই রাজনৈতিক নেতাদের তরজায় সরগরম পশ্চিমবঙ্গ।মঙ্গলবার সকালেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে তৃণমূল বাধা দিচ্ছে বলে তার অভিযোগ ৷

সেই টুইট রিটুইট করে করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তার দাবি, পঞ্চায়েত ভোটের ফলাফলের ট্রেন্ড আসতে শুরু হতেই হারের আতঙ্কে ভুগতে শুরু করেছেন বিরোধী দলনেতা ৷

   

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ সেই টুইটে তিনটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ সেই ভিডিয়োতে গণনাকেন্দ্রের বাইরে গোলমালের ছবি তিনি তুলে ধরেছেন ৷

টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “গণনার দিনও ‘ডায়মন্ড হারবার মডেল’ পুরোদমে চলছে ৷ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের বাধা দিয়ে নির্বাচনে চুরি করার শেষ মরিয়া চেষ্টা করছে ৷ বিজেপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।দাপট

পঞ্চায়েত গণনায় নন্দীগ্রামে চলছে বিজেপি দাপট। বিরাট ধাক্কা তৃণমূলের। নন্দীগ্রামে একের পর এক পঞ্চায়েতে হারল তৃণমূল।