Purba Medinipur: গণনার দিন শুভেন্দু সরব টুইটে, নন্দীগ্রামে বিজেপি দাপট

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বোঝার আগেই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক তরজা ৷ গণনার শুরু থেকেই রাজনৈতিক নেতাদের তরজায় সরগরম পশ্চিমবঙ্গ।মঙ্গলবার সকালেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা…

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বোঝার আগেই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক তরজা ৷ গণনার শুরু থেকেই রাজনৈতিক নেতাদের তরজায় সরগরম পশ্চিমবঙ্গ।মঙ্গলবার সকালেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে তৃণমূল বাধা দিচ্ছে বলে তার অভিযোগ ৷

সেই টুইট রিটুইট করে করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তার দাবি, পঞ্চায়েত ভোটের ফলাফলের ট্রেন্ড আসতে শুরু হতেই হারের আতঙ্কে ভুগতে শুরু করেছেন বিরোধী দলনেতা ৷

   

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ সেই টুইটে তিনটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ সেই ভিডিয়োতে গণনাকেন্দ্রের বাইরে গোলমালের ছবি তিনি তুলে ধরেছেন ৷

Advertisements

টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “গণনার দিনও ‘ডায়মন্ড হারবার মডেল’ পুরোদমে চলছে ৷ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের বাধা দিয়ে নির্বাচনে চুরি করার শেষ মরিয়া চেষ্টা করছে ৷ বিজেপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।দাপট

পঞ্চায়েত গণনায় নন্দীগ্রামে চলছে বিজেপি দাপট। বিরাট ধাক্কা তৃণমূলের। নন্দীগ্রামে একের পর এক পঞ্চায়েতে হারল তৃণমূল।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News