Nadia: কাজের খোঁজে ইউক্রেনের যুদ্ধে আটকে যুবক, বিধ্বস্ত পরিবার

ইউক্রেনে কর্মসূত্রে গিয়ে আটকে রয়েছে শান্তিপুরের এক যুবক। জানা গিয়েছে, শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালতলা পাড়া এলাকার যুবক অমিত কুমার বিশ্বাস বিগত ছয় মাস আগে ইউক্রেনে গিয়ে পৌঁছায়। যদিও সেখানে কোন কাজ না পাওয়াতে যেকোনো কাজের সন্ধানে ছিলেন তিনি।

এরপর রাশিয়ার আক্রমণের পরেই ইউক্রেন উত্তপ্ত হয়ে ওঠে, ইউক্রেনের পরিস্থিতি পরিবার জানা মাত্রই মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রশ্ন একটাই, অমিত কুমার আর ফিরতে পারবেন তো? যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয় অমিতের সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছে। বর্তমানে অমিত পোল্যান্ডে রয়েছে। সে ভালো আছে শুধু এটুকুই জানিয়েছেন পরিবারকে। পরিবারের সরকারের কাছে একটাই দাবি অমিত যেন সুস্থভাবে বাড়ি ফেরে।

   

বাংলা সহ গোটা দেশের প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক (Indian) ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে আটকে পড়েছেন। বন্ধ বিমান পথ। তাই তাঁদের দেশে ফেরানোর পথ খুঁজছে কেন্দ্র। এবার অবিলম্বে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হচ্ছে পরিবারগুলির তরফে। এদিকে কেন্দ্রের তরফ থেকেও আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে। সেইসঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, সকল ভারতীয়কে সে দেশ থেকে নিরাপদে এখানে আনা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন