Nadia: দুর্গাপূজার ভিড়ে রানাঘাট স্টেশনে উদ্ধার সোনা

বটুয়া খুলতেই সোনার ঝলক। চমকে গেল জিআরপি। সে এক কান্ড রানাঘাট স্টেশনে।

দুর্গাপুজার (Durga Puja) জমজমাট ভিড় চলছে জেলাশহর ও মফস্বলের প্যান্ডেল দর্শনে। দূর দূরান্তের যাত্রীরা চলে যাচ্ছে বিভিন্ন জেলায় প্রতিমা ও আলোর বাহার দেখতে। নদিয়ায় (Nadia) লোকাল ট্রেনে এমন ভিড়ের মাঝে মিলল (Gold) সোনার গয়না ভর্তি বটুয়া। তাতে ঝলমল করছে গয়না। আছে টাকা।

রানাঘাট স্টেশনের জিআরপি এই বটুয়া উদ্ধার করেছে। তাদের তৎপরতা সেটি বেহাত হয়নি। রানাঘাট স্টেশন কর্তৃপক্ষ জানায়, নিজের গয়না ভর্তি বটুয়া ফেলে ট্রেন থেকে নেমে পড়েন সীমা বিশ্বাস নামে এক যাত্রী।

   

হুগলির চুঁচুড়া থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁয় দুর্গাপূজা দেখতে যাওয়ার পথে সীমা বিশ্বাস আর একটু হলেই সব খোয়াচ্ছিলেন। রেল পুলিশের তৎপরতায় তাঁর বটুয়া পেলেন।

জানা গেছে, সীমা বিশ্বাস নদিয়ার চাকদা স্টেশনে গয়না সমেত ব্যাগ ট্রেনে রেখে নেমে পড়েন। পরে খেয়াল হতেই তৎক্ষণাৎ চাকদহ স্টেশনে রেল কর্তৃপক্ষের কাছে সব জানান তিনি। চাকদা স্টেশন কর্তৃপক্ষ রানাঘাট জিআরপির সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে রানাঘাট স্টেশনে ট্রেন থেকে সেই বটুয়াটি উদ্ধার করা হয়।

জিআরপি জানিয়েছে, ওই বটুয়ার ভেতরে রাখা ১০০ গ্রামের বেশি সোনার গহনা সহ টাকা অন্যান্য সামগ্রী অক্ষত অবস্থায় মিলেছে। পরে প্রমাণ দাখিল করেন সীমা বিশ্বাস। প্রমাণ মিলতেই তাঁর হাতে সবকিছু তুলে দেওয়া হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন