Nadia: আবার পাথর মারতে পারে…ভয় নিয়ে বেথুয়াডহরির যাত্রীরা ট্রেনে

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার করা হজরত মহম্মদের সমালোচনার জেরে বিক্ষিপ্ত হিংসায় রবিবার উত্তপ্ত ছিল নদিয়ার (Nadia) বেথুয়াডহরি। স্টেশনে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারি শুরু। চলছে পুলিশ টহল।…

andalism on Ranaghat-Lalgola passenger

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার করা হজরত মহম্মদের সমালোচনার জেরে বিক্ষিপ্ত হিংসায় রবিবার উত্তপ্ত ছিল নদিয়ার (Nadia) বেথুয়াডহরি। স্টেশনে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারি শুরু। চলছে পুলিশ টহল।

Advertisements

রবিবার ভয়াবহ পরিস্থিতি ছিল। সোমবার ভয় নিয়ে রানাঘাট থেকে শিয়ালদহ যাত্রীরা ট্রেনে চাপলেন। সবারই মনে ভয়। ফের বাইরে থেকে পাথর ছুঁড়ে মারবে হামলাকারীরা। তবে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক।

   

পয়গম্বর মন্তব্য বিতর্কের জেরে রবিবার উত্তপ্ত হয়েছিল উঠল নদিয়া। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর হয়। বেথুয়াডহরি হাসপাতাল চত্বরেও দোকানে ভাঙচুরের অভিযোগ।

যাত্রীদের তরফে জানানো হয়, আচমকা পাথর ছোঁড়া শুরু হয়৷ আরপিএফের নির্দেশে জানলা, দরজা বন্ধ করে দেওয়া হয়৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবারের এই ঘটনা ফেরাচ্ছে কিছু বছর আগেকার স্মৃতি। যখন একইভাবে সিএএ বিরুদ্ধে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছিল। আজকের ঘটনাতেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর।

সকলকে শান্তি বহাল রাখার অনুরোধ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ক্ষতিপূরণের দাবিতে সরব বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যে ফের সাম্প্ররদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে সরকার।