HomeWest BengalNadia: 'রানিনগর দাওয়াই দেব' বলেই হাজারের বেশি তৃণমূল ছেড়ে বামে সামিল

Nadia: ‘রানিনগর দাওয়াই দেব’ বলেই হাজারের বেশি তৃণমূল ছেড়ে বামে সামিল

- Advertisement -

কৃষ্ণনগরে (krishnanagar) তৃণমূল কংগ্রেস (tmc) সংগঠনে হুড়মুড়িয়ে ধস নামল। হাজারের বেশি টিএমসি সমর্থক বামে (cpim) সামিল হলেন। রাজনৈতিক চাঞ্চল্য ছড়য়েছে (nadia) নদিয়ায়। দলত্যাগীদের মুখে মুখে ছড়িয়েছে ‘রানিনগর দাওয়াই’।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে মুর্শিদাবাদের রানিনগরে বাম সমর্থকরা যেভাবে শাসকদলের সমর্থকদের মারধর করেছে সেই ছবি ভাইরাল। এর পর থেকে বাম শিবিরের হুঁশিয়ারি ‘রানিনগর দাওয়াই হবে’।

   

কৃষ্ণনগরে টিএমসি ত্যাগ করে সিপিআইএমে সামিল হয়েই নব্য বাম সমর্থকদের হুঁশিয়ারি ‘রানিনগর দাওয়াই দেব’। তারা বলেছেন টিএমসির দূর্নীতির জবাব মিলবে পঞ্চায়েত ভোটে।

নদিয়া জেলা তৃণমূল নেতৃত্ব কৃষ্ণনগরে সংগঠনে ভাঙনের কথা স্বীকার করেছেন। আর জেলা সিপিআইএমের দাবি, প্রতিদিনই শাসকদল ভাঙছে। অন্যান্য জেলার মতো নদিয়তেও ভাঙন চলছে তৃণমূলে। কৃষ্ণনগর-১ এর আনন্দবাস গ্রামে সহস্রাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সামিল হলে বাম শিবিরে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular