Sunday, December 7, 2025
HomeWest Bengalকালীগঞ্জে উপনির্বাচনে ত্রিমুখী লড়াই, বৃষ্টি মাথায় বুথমুখী ভোটাররা

কালীগঞ্জে উপনির্বাচনে ত্রিমুখী লড়াই, বৃষ্টি মাথায় বুথমুখী ভোটাররা

- Advertisement -

কালীগঞ্জ: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার চলছে উপনির্বাচন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। ছাতা মাথায় দিয়েই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন তারা। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮৩ শতাংশ৷ 

তৃণমূল বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন 

এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের (লাল) আকস্মিক মৃত্যুর জন্যে৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ২০১১ এবং ২০২১ সালে কালীগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন নাসিরউদ্দিন।

   

তাঁর মৃত্যুর চার মাস পর এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাঁর কন্যা, ৩৮ বছর বয়সি আলিফা আহমেদকে। আলিফা এর আগে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কালীগঞ্জ থেকেই। বাবার রাজনৈতিক উত্তরাধিকার সামলাতে এবার বিধানসভা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি।

লড়াই ত্রিমুখী Nadia Kaliganj By-election

তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। ভোটপ্রচার পর্বে তিন পক্ষই তীব্র প্রচার চালিয়েছিল কালীগঞ্জে।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৃষ্টির কারণে কোথাও কোথাও ধীরগতিতে ভোটগ্রহণ হলেও, উৎসাহে খামতি নেই সাধারণ মানুষের।

নির্বাচন কমিশনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরো কেন্দ্র জুড়ে। এখন নজর ১৯ জুন সন্ধ্যার পর ভোটদানের হার ও ২২ জুন ফল ঘোষণার দিকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular