ভারতীয় নাগরিক হিসেবে বাধ্যতা মূলক আধার কার্ড (Aadhaar Card) তা প্রায়সকলের কাছেই জানা৷ সেই সঙ্গে প্যান কার্ডও৷ আপনি সরকারি হোক বা বেসরকারি যে কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে যান না কেন আপনার এই দুটি কার্ড থাকা বাধ্যতামূলক৷ তবে অনেক সময়ে দেখা গিয়েছে,প্যান-আধার কার্ড নিয়ে জালিয়াতির(Information Leak) মতো সমস্যা আজকাল কার দিনে প্রতিদিনই শোনা যাচ্ছে৷
একদিকে যেমন আর্থিক প্রতারণার শিকার হতে পারেন, তেমনই আবার আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপরাধীরা বড় কোনও অপরাধও করতে পারে। তাই এই বিষয়ের দিকে নজর দেওয়া খুবই দরকার৷ তা না হলে সমস্যায় পরবেন সাধারণ মানুষ৷ আধার-প্য়ান কার্ডের তথ্য সুরক্ষিত রাখা দরকার। কিন্তু এতদিন ধরে যে সমস্ত ওয়েবসাইটে এই ধরনের গুরুত্বপূর্ণ নথি রাখা হচ্ছিল৷ কিন্তু সেই সমস্ত ওয়েবসাইটে এবার বিনা অনুমতিতেই এই আধার কার্ড-প্য়ান কার্ডের তথ্য বিক্রি করা
হচ্ছে বলে জানা গিয়েছে, সেই বিষয়ের কথা মাথায় রেখে জনগণকে রক্ষা করতেই এবার বড় পদক্ষেপ কেন্দ্রের। বন্ধ করে দেওয়া হল একাধিক ওয়েবসাইট।
সম্প্রতি সরকারের তরফ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, মেইটি (MeitY)-র নজরে আসে যে বেশ কিছু ওয়েবসাইটে ভারতীয় নাগরিকদের আধার কার্ড,কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছিল। এরপরই কড়া পদক্ষেপ নেয় কেন্দ্র৷ সেই কারণে সাইবার থেকে এই ওয়েবসাইটটি
বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোন ওয়েবসাইটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।