Nadia: নাকাশিপাড়ায় দুর্ঘটনায় কমপক্ষে নিহত ৫

লরির সঙ্গে ধাক্কা। সেই ধাক্কার জেরে নদীয়ার (Nadia) নাকাশিপাড়ায় কমপক্ষে নিহত ৫ জন। শুক্রবার সকালে ৩৪নং জাতীয় সড়ক নাকাশিপাড়া থানার তিনচারা এলাকায় মর্মান্তিক এই পথ…

Nadia: নাকাশিপাড়ায় দুর্ঘটনায় কমপক্ষে নিহত ৫

লরির সঙ্গে ধাক্কা। সেই ধাক্কার জেরে নদীয়ার (Nadia) নাকাশিপাড়ায় কমপক্ষে নিহত ৫ জন। শুক্রবার সকালে ৩৪নং জাতীয় সড়ক নাকাশিপাড়া থানার তিনচারা এলাকায় মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে এক শিশু আছে।

এনাকাবাসীরা জানান, জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনার পর এলাকায় ক্ষোভ তুঙ্গে। অভিযোগ, নিয়ন্ত্রহীন গতিতে গাড়ি যাতায়াত করে।

এদিন দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেরন কোনওরকমে নিহতদের দেহ উদ্ধার করা হয়। দেহগুলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পরে রাস্তার পরিস্থিতি এবং পুলিশের নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisements

জাতীয় সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় সিঙ্গল লেন দিয়ে গাড়ি চলাচল করছিল। অভিযোগ, এর পরেও গতি ছিল বেশি। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ এই রকম ঘটনা প্রায়ই ঘটে। দুর্ঘটনাপ্রবণ এলাকা হলেও ট্রাফিক পুলিশের কোনও নজরদারি থাকে না।