Nadia: বিজেপিকে সমর্থন করে চাকরি গেল সিভিক ভলেন্টিয়ারের

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

বিজেপি সমর্থন করায় চাকরি গেল শান্তিপুরের এক সিভিক ভলেন্টিয়ারের। অভিযোগ তৃণমূল কংগ্রেসের চাপে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। শান্তিপুরে হরিদেবপুরের বাসিন্দা কার্তিক হালদারের স্ত্রী সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জেতেন। এরপরই ক্রমাগত হুমকির জেরে দুদিন ধরে পরিবার সহ বাড়ি ছাড়া ছিলেন কার্তিক হালদার। বাড়ি ফিরে এসে কাজে যোগ দিতে গেলে তাকে জানানো হয় তিনি অপসারিত হয়েছেন। গোটা ঘটনায় প্রতিহিংসার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

তৃণমূলের শান্তিপুরের বিধায়ক বলেছেন, “এ বিষয়ে তার কিছু জানা নেই। যেহেতু দেড় মাস ধরে তিনি চাকরিতে যোগ দেননি সেই কারণে প্রসাশনিক তরফে এটা করা হয়েছে।” এধরনের ঘটনা যথেষ্ট নিন্দনীয় বলে কটাক্ষ করেছে বিজেপি।

   

সিভিক ভলেন্টিয়ার বলেন, “হোয়াটসঅ্যাপে একটি চিঠি পাঠিয়ে আমাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। শুধুমাত্র আমার স্ত্রী বিজেপিতে যোগদান করেছে বলে এরম করেছে। স্ত্রী বিজেপির তরফে জেতার পর ভয়, হুমকি এমনকি লোভ দেখানো হয়। তৃণমূলের তরফে এপ্রকার আচরণ করা হয়েছে এমনকি শান্তিপুর থানার ওসি আমাকে তৃণমূলে যোগদানের কথা বলেছে।”

সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী বলেন, “আমি নমিনেশন জমা দেওয়ার পর থেকেই আমার স্বামীর ওপর অত্যাচার হয়। নমিনেশন তুলে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। চাকরি না থাকার আভাস আগেই তারা দিয়েছিলেন। আমি জিতে যাওয়ার পর তখন এলাকার তৃণমূল কংগ্রেসের সদস্যরা আমার স্বামীকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য জোর শুরু করেন। বাড়িতে থাকা নিরাপদ হচ্ছিল না। তাই আমরা একমাস পাঁচদিন বাড়ির বাইরে ছিলাম। বোর্ড গঠন হওয়ার পর আমরা বাড়িতে এসেছি। গণতান্ত্রিক অধিকারের সবারই ভোটাধিকার আছে। শান্তিপুরের আরেক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তার বেলায় নিয়ম অন্যরকম।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন